সুপার এইটে টানা দুই জয় দক্ষিণ আফ্রিকার | এএফপি খেলা ডেস্ক: সেন্ট লুসিয়া মানেই রান। দ্বীপরাষ্ট্রটির ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দল আফগানিস্তানের বিপক্ষে করেছে ৫ উইকেটে ২১৮ রান। আরেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের করা ৪ উইকেটে ১৮০ রান ১৫ বল হাতে রেখেই টপকে গেছে ইংল্যান্ড। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় জস বাটলারের দল; কিন্তু দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে ১৬৩ রানে থামিয়েও সে রান টপকাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। রান তাড়ায় ইংল্যান্ডের ইনিংস থ…
বিপর্যয়ের মুখে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ | ছবি: এএফপি ক্রীড়া প্রতিবেদক: মাহমুদউল্লাহর সেঞ্চুরিটাই ‘সমস্যা’ করছে। এর আগপর্যন্ত তো মনে হচ্ছিল, ওয়াংখেড়ে স্টেডিয়াম চার দিন আগের ম্যাচটারই রিপ্লে দেখছে! প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়। যেটির জবাব দিতে নেমে পরে ব্যাটিং করা দলের হুড়মুড় করে ভেঙে পড়া। এরপর শুধুই শেষের অপেক্ষা। মাহমুদউল্লাহ রুখে দাঁড়ানোর আগে তো হুড়মুড় করেই ভেঙে পড়েছিল বাংলাদেশের ইনিংস। যখন নেমেছেন, স্কোরবোর্ডে ৫ উইকেটে ৫৮ রান। ৪৬তম ওভারে আউট হয়ে ফেরার সময় বাংলাদেশ ২২৭। নিজের নামের পাশে ১১১। ঠিক ১১১ বলেই। ১১টি চা…