নিজস্ব প্রতিবেদক তসলিমা নাসরীনের বই রাখা নিয়ে হট্টগোলের পর বইমেলায় ‘সব্যসাচী’ নামের স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে | ছবি: ভিডিও থেকে নেওয়া অমর একুশে বইমেলায় সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই ‘চুম্বন’ রাখায় সব্যসাচী স্টল ভাঙচুর করা হয়েছে। এ সময় ছাত্র ও প্রকাশকের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে প্রকাশক শতাব্দি ভবকে পুলিশে দেয় তৌহিদী জনতা। পরে স্টলটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনা ঘটে। তৌহিদী জনতার মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘তাসলিমা নাসরিনের বই এই স্টলে রাখা ছিল। ছাত্ররা আসে সবা…