ক্রীড়া প্রতিবেদক সাকিব আল হাসান | ফাইল ছবি টেস্ট ক্রিকেট থেকে সাকিব আল হাসানের বিদায়টা তাঁর ইচ্ছা অনুযায়ী ঘরের মাঠে হতে যাচ্ছে! বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদমাধ্যমকে এমন ইঙ্গিতই দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে ঘরের মাঠে সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে ফারুক বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। তাঁর বাংলাদেশ থেকে অবসর নেওয়ার সম্ভাবনা খুবই বেশি।’ এর আগে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব ঘোষণা দিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের মিরপুর টেস্ট দি…
হতাশ পাকিস্তান, বাংলাদেশের ঐতিহাসিক জয় | এএফপি ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের কোন পেসার কত উইকেট নেবেন? রাওয়ালপিন্ডি টেস্টের আগে আলোচনটা এমনই ছিল। সেটা হওয়ার কারণও ছিল। বাংলাদেশের বিপক্ষে টেস্টের স্কোয়াডে ৬ পেসার, এরপর রাওয়ালপিন্ডি টেস্টে স্পিনারবিহীন একাদশে ৪ পেসার নিয়ে খেলতে নামল পাকিস্তান। সেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের পেসাররা হয়ে রইলেন দর্শক! পাকিস্তানের ব্যাটসম্যানরা রান কম করেননি। তবে সেটার জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানেরাও গড়লেন রানপাহাড়, তারপর দ্বিতীয় ইনিংসে স্পিনাররা নিলেন একের পর এক উইকেট। এমন ব্যাটিং স্বর্গে পেসাররাও খারাপ কর…