টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি সুনামগঞ্জ: টাঙ্গুয়ার হাওরে নিয়ন্ত্রণহীনভাবে চলছে পর্যটকবাহী হাউসবোট। তরুণ-তরুণীরাই এ হাউসবোটগুলোর প্রধান গ্রাহক। এ ছাড়া হাউসবোটগুলোতে মাদক সহজলভ্য হওয়ায় বিশেষ শ্রেণির পর্যটকের কাছে এসব হাউসবোটে ঘুরে বেড়ানোর আগ্রহ বেড়েছে। এসব কারণে প্যাকেজের নামে অস্বাভাবিক ভাড়া ধার্য করেন হাউসবোটের মালিক ও ট্যুর অপারেটররা। ফলে ইচ্ছা থাকলেও হাউসবোটে হাওর ঘুরে দেখার আগ্রহ হারান প্রকৃত পর্যটকরা। হাওরে স্টিলবডি নৌকায় ভাড়া নির্ধারণে প্রশাসনের নীতিমালা থাকলেও হাউসবোটের নীতিমালা নেই। স্টিলবডি নৌকায় দ…