আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করছেন জয়া চাকমা | ছবি: পদ্মা ট্রিবিউন ক্রীড়া প্রতিবেদক: ২০২০ সালে বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হয়েছিলেন জয়া চাকমা। সেই থেকে এ পর্যন্ত দেশে–বিদেশে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। কখনো বাদ পড়েননি। তবে ২০২৫ সালে তিনি ফিফা রেফারি থাকছেন না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ রেফারিদের দ্বিতীয়বারের মতো ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় জয়া বাদ পড়েছেন। তবে কাগজ-কলমে এ বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিফা রেফারি থাকবেন জয়া। এই সময়ে তিনি আন্তর্জাতিক ম্যাচও পেতে পারেন। বাদ পড়ার কারণ হিসেবে জয়া চাকমা বলেছেন, ‘সম্প্রত…