রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দা গ্যাস-সংকটে দিন কাটাচ্ছেন। দিনের বেশির ভাগ সময় গ্যাস থাকছে না | ছবি: পদ্মা ট্রিবিউন মানসুরা হোসাইন: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চারতলা ভবনের নিচতলায় স্বামী-সন্তান নিয়ে থাকেন নওরিন সুলতানা। একচিলতে বারান্দায় দুটি চুলা রাখা। একটি চুলা মাটি দিয়ে, আরেকটি টিনের কৌটা কেটে বানানো। বেলা দেড়টার দিকে নওরিন ওই দুই চুলায় লাকড়ি দিয়ে রান্না করছিলেন। রান্নাঘরে ঢুকে দেখা গেল, দুটি গ্যাসের চুলার ওপরে হাঁড়িপাতিল বসানো। গ্যাসের চুলা থাকতে লাকড়ি দিয়ে কষ্ট করে কেন মাটির চুলায় রান্না করছেন, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে…