বাঁশি তৈরিতে ব্যস্ত কারিগরেরা। বুধবার নওগাঁ সদর উপজেলার দেবীপুর গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি নওগাঁ : কেউ নলখাগড়া বা নল কেটে মাপমতো টুকরা করছেন। কেউ আবার টুকরা করা নলখাগড়ায় রং করছেন। নলের টুকরাগুলোতে রঙিন জরি ও বেলুন লাগাতে ব্যস্ত অন্যরা। এভাবেই তৈরি করা হচ্ছে গ্রামবাংলার পরিচিত নলের বাঁশি। নলের এই বাঁশি সাধারণত শিশুদের কাছে ‘খেলনা বাঁশি’ হিসেবে পরিচিত। বাঁশি তৈরির কর্মযজ্ঞ চলছে নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে। সবুজে ঘেরা এ গ্রামের লোকজন প্রায় কয়েক যুগ ধরে নলখাগড়া দিয়ে খেলনা বাঁশি তৈরি করে আসছেন। গ্রামটি বর্তমানে পরি…