কাকের সঙ্গে বেশ সখ্য রাজশাহীর পবা উপজেলার বেলঘরিয়া গ্রামের নেকবরের | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি রাজশাহী: সাত–আট মাস আগের কথা। ভরদুপুরে ঝড়বৃষ্টি। নেকবর (৪২) পাশের বাজার থেকে ফিরে এলেন বাড়িতে। কী মনে করে যেন আবার গেলেন। দেখলেন চোখ না–ফোটা এক কাকের ছানা পড়ে আছে মাটিতে। একবার নিতে চাইলেন তুলে, আবার চাইলেন না। ছানাটির মাকে না দেখে মায়া হলো খুব। নিয়ে এলেন। সেই থেকে কাকটি নেকবরের কাছে। রাত-দিনের বেশির ভাগ সময়ই তাঁর পাশে থাকে। তিনি কাকটিকে খাবার তুলে দেন, কাঁধে নিয়ে ঘুরে বেড়ান। তিনি এখন ‘কাকপোষা নেকবর’ হিসেবে পরিচিত এলাকায়। নেকবরের বাড়ি রাজশাহ…