ক্রীড়া প্রতিবেদক সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ | ছবি: সংগৃহীত রাজনীতিতে জড়িয়ে ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়েছেন সাকিব আল হাসান। পূরণ হয়নি ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা, আসতে পারছেন না দেশেই। তবে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁকে খেলানোর আশা ছেড়ে দেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সংবাদমাধ্যমকে আজ তিনি জানিয়েছেন, বিপিএলের মধ্যেই সাকিবকে দলে নেওয়ার বিষয়ে কথা বলবেন মন্ত্রণালয়ের সঙ্গে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে ফারুক বলেছেন, ‘সাকিব এখনো অবসর নেয়নি। সাকিব যদি অ…