মৃণাল সাহা চুল সাজাতে বব হেয়ারকাট জনপ্রিয়তা বাড়ছে। মডেল: তাহরিমা ফেরদৌস | ছবি: পদ্মা ট্রিবিউন ফ্যাশনেও যুক্ত হয় নতুন ধারা। গত বছর ছিল বার্বি পিংকের জয়জয়কার, বছর ঘুরতে না ঘুরতেই ফিকে হয়েছে গোলাপির আভা। এদিকে চুলের ছাঁটে আবার ফিরে এসেছে পুরোনো ধারা, বব কাট। তবে এবার ফিরেছে আরও ছোট হয়ে। যাকে বলে শর্ট বব হেয়ারকাট। অস্কারের মঞ্চ থেকে বলিউডের তারকা অভিনেত্রী, মডেল ও ফ্যাশনিস্তাদের মঞ্চ মাতাতে দেখা যাচ্ছে শর্ট বব হেয়ারকাটে। শর্ট বব নতুন কোনো ট্রেন্ড না। পঞ্চাশের দশকে জনপ্রিয় অভিনেত্রী মেরিলিন মনরোকে দেখা যায় …