আখ বহনের ট্রলিসহ বিভিন্ন যন্ত্রাংশ খোলা জায়গায় পড়ে থাকায় মরিচা ধরেছে। সম্প্রতি জয়পুরহাট চিনিকলে | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি জয়পুরহাট: জয়পুরহাট চিনিকলের পরিত্যক্ত যন্ত্রাংশ দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে আছে। এগুলো ঘিরে জন্মেছে ঝোপঝাড়। মরিচা ধরে যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। লোহা, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের এসব যন্ত্রাংশের ওজন ৩০০ থেকে ৪০০ টন হবে, যা বিক্রি করে কোটি টাকার রাজস্ব পাবে সরকার। চিনিকল কর্তৃপক্ষ জানায়, কয়েক বছর আগে এসব পরিত্যক্ত যন্ত্রাংশ নিলামে বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। তবে নির্ধারিত দর পাওয়া যায়নি। এ কারণে নিলাম বাতিল ক…
পাবনা চিনিকলে বর্জ্য পরিশোধনাগারের অবকাঠামো তৈরির কাজ শুরু হলেও শেষ হয়নি। সম্প্রতি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি পাবনা: চারদিক সুনসান। আগাছায় ঢাকা পড়েছে কারাখানা চত্বর। খোলা আকাশের নিচে মরিচা পড়ে নষ্ট হচ্ছে আখ পরিবহনের লরিগুলো। ক্ষয়ে গেছে কারখানার বেড়া। নিথর পড়ে আছে আখমাড়াইয়ের যন্ত্র। পাবনা চিনিকলে প্রবেশ করলে এমন চিত্রই চোখে পড়ে। একসময় সহস্রাধিক শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীতে মুখর ছিল চিনিকলটি। ২০২০ সালে এটি বন্ধ ঘোষণা করে সরকার। তবে প্রতিবছর বাড়ছে চিনিকলের ঋণের সুদ। অন্যদিকে চিনিকল বন্ধের সঙ্গে সঙ্গে থেমে গেছে আট ক…