এখন চায়ের ভরা মৌসুম। বাগান থেকে চায়ের সবুজ কুঁড়ি তোলার পর ওজন দিতে লাইন ধরে রয়েছেন নারী শ্রমিকেরা। ১৫ এপ্রিল মৌলভীবাজারের জুড়ী উপজেলার সোনারুপা চা-বাগানে | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি চট্টগ্রাম: চা চাষের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন হয়েছিল ২০২৩ সালে। সেই চা নিলামে বিক্রি শেষ হয়েছে গত ৮ এপ্রিল। তাতে দেখা যায়, নিলামে প্রতি কেজি চা গড়ে বিক্রি হয়েছে ১৭১ টাকা ২৪ পয়সা। চায়ের নিলামের গত ১২ বছরের ইতিহাসে এই দর সবচেয়ে কম। এ অঞ্চলে চা চাষ শুরু হয় ১৮৪০ সালে। চায়ের বিপণনের নিয়ম অনুযায়ী, বাগানমালিকেরা বাগান থেকে পাতা তুলে চা তৈরির পর তা গুদামে পাঠান।…