নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া পশুর হাট। এই হাটে ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় নিয়ে বিপাকে পড়েছেন ক্রেতা–বিক্রেতারা। সোমবার বিকেলে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি নওগাঁ: কোরবানিকে সামনে রেখে নওগাঁর পশুর হাটগুলোতে ইজারাদারেরা ইচ্ছেমতো হাসিল বা খাজনা আদায় করছেন। তাঁরা প্রশাসনের বেঁধে দেওয়া ইজারা শর্ত ও নীতিমালার ধার ধারছেন না। জেলার পশুর হাটগুলো ঘুরে, বিক্রির রসিদ বই দেখে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা জানা গেছে, গরু-ছাগল বিক্রিতে বর্তমানে নির্ধারিত খাজনার চেয়ে দ্বিগুণ পর্যন্ত খাজনা আদায় করা হচ্ছে। কেবল তা-ই নয়, নীতিমালায় শুধু ক্…