গোল–উৎসব করল স্পেন | ছবি: রয়টার্স খেলা ডেস্ক: জার্মানি-জাপানের রোমাঞ্চের ম্যাচ দেখার পর স্পেন-কোস্টারিকার ম্যাচটি ম্যাড়মেড়েই লাগার কথা দর্শকদের। একতরফা খেলা! স্পেনের সেই চিরাচরিত তিকি-তাকা। পাসের পর পাস খেলে যাওয়া। প্রতিপক্ষ কোস্টারিকা যেন স্প্যানিশ তিকি-তাকার নীরব দর্শক। কারণ গোটা ম্যাচটাই যে খেলে গেল লুইস এনরিকের দল। আর কোস্টারিকা সেটি দেখে গেল আর পেছনে পেছনে দৌড়াল। পাস খেলতে খেলতে গোল-উৎসবটাও করল ২০১০ বিশ্বকাপের শিরোপাজয়ীরা। তিকি-তাকার ফাঁকে ফোকরে সুযোগ তৈরি করে কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলের দুর্দান্ত এক জয়ও তুলে নিল ত…