সামির চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা অনুপম ত্রিপাঠি | ছবি: দ্য কোরিয় হেরাল্ড বিনোদন ডেস্ক: নেটফ্লিক্সের আলোচিত কোরীয় সিরিজ ‘কিং দ্য ল্যান্ড’ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে সৌদি আরবের দর্শকেরা অভিযোগ করছেন, এতে আরব সংস্কৃতিকে হেয় করা হয়েছে, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। খবর দ্য কোরিয়া হেরাল্ডের। নেটফ্লিক্সের পাশাপাশি সিরিজটি কোরীয় টিভি চ্যানেল জেটিবিসিতেও প্রচারিত হচ্ছে। গত ৮ ও ৯ জুলাই জেবিটিসিতে প্রচারিত সিরিজের দুটি পর্ব নিয়ে আপত্তি তুলেছেন দর্শকেরা। এতে দেখা গেছে, প্রিন্স সামির নামের এক আরব চরিত্র ব্যবসায়িক কাজে…