ঝিনাইদহের কোটচাঁদপুরে জহুরার ঘরটির চারপাশে পানি জমেছে। উপজেলার সলেমানপুর দাসপাড়া সড়কের ধারে রোববার | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি ঝিনাইদহ: টিনের ছোট একটা ঘর। ঘরের দরজা বেড়ার কাঠামো দিয়ে তৈরি। পলিথিন দিয়ে তা ঢেকে দেওয়া হয়েছে। ঘরের ভেতর পলিথিনের ওপর চাদর বিছিয়ে এক বৃদ্ধা শুয়ে আছেন। আসবাব বলতে আর কিছু নেই। এটা প্রতিবন্ধী জহুরা খাতুনের থাকার ঘর। টানা বৃষ্টিতে এ ঘরের সামনে দিয়ে বয়ে চলেছে পানির স্রোত। ঘরেও অল্প ঢুকেছে পানি। আরেকটু পানি বাড়লেই ভেসে যেতে পারে তাঁর ওই মাথা গোঁজার ঠাঁইটি। রোববার বিকেলে এমন দৃশ্য দেখা গেল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার…