কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ | ফাইল ছবি: এএফপি পদ্মা ট্রিবিউন ডেস্ক: কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানানো হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে আজ শনিবার আমিরের মৃত্যুর ঘোষণায় বলা হয়, ‘আমরা গভীরভাবে শোকাহত...কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ মারা গেছেন।’ শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন। সৎভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল–আহমদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুর পর কুয়ে…
‘বার্বি’ সিনেমা নিষিদ্ধ নিয়ে কুয়েত টাইমসের ইনস্টাগ্রামে পোস্ট করা খবর দেখছেন এক নারী | ছবি: এএফপি বিবিসি: হলিউডের আলোচিত সিনেমা ‘বার্বি’ কুয়েতে নিষিদ্ধ করা হয়েছে। লেবাননেও সিনেমাটি নিষিদ্ধের দাবি উঠেছে। সিনেমাটির সামাজিক মূল্যবোধ নিয়ে আরব বিশ্বে সমালোচনা চলছে। এই সমালোচনার মধ্যেই ‘বার্বি’ সিনেমাটি নিষিদ্ধ করল কুয়েত। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, জননৈতিকতা ও সামাজিক ঐতিহ্য রক্ষার স্বার্থে ‘বার্বি’ সিনেমাটি সে দেশে নিষিদ্ধ করেছে সরকার। সিনেমাটির বিরুদ্ধে ‘সমকামিতা’ প্রচারের অভিযোগ এনেছেন লেবাননের সংস্কৃতিমন্ত্রী। এই অভিযোগে তিনি…