রাজধানীর রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয় | ছবি: পদ্মা ট্রিবিউন নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে সকাল থেকেই ভক্ত ও অনুসারীদের আগমনে মুখরিত মন্দির-মণ্ডপ। রাজধানীর রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হলো বিপুল আয়োজনের মধ্য দিয়ে। সকাল ৬টা ১০ মিনিটে মহাঅষ্টমী পূজা শুরু হয়। সকাল ১০টা ৩০ মিনিটে হয় পুষ্পাঞ্জলি। বেলা ১১টায় শুরু হয় কুমারী পূজা। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হয়েছে পুষ্পমাল্য। পুষ্পাঞ্জলি এবং …