প্রতিনিধি নওগাঁ কিশোরী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ শহর থেকে উদ্ধার করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া থেকে তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদরর থানার ওসি নুরে আলম। ওসি নুরে আলম বলেন, ওই কিশোরী ও তরুণকে উদ্ধারে সকাল থেকে র্যাব ও পুলিশ কাজ করছিল। কিশোরীর সন্ধান পেয়ে র্যাব তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তবে তরুণের খোঁজ পাওয়া যায়নি। এর আগে নঁওগা কালি…