নাইর ইকবাল নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হয়েছেন ঋতুপর্ণা চাকমা | ছবি: পদ্মা ট্রিবিউন সেদিন কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফজয়ের উৎসবের মধ্যে বাবার মুখটা নিশ্চয়ই মনে হয়েছিল ঋতুপর্না চাকমার। কত স্বপ্ন ছিল বরজ বাঁশি চাকমার। মেয়েটা ফুটবলার হবে। সারা দেশ তাঁকে চিনবে। মেয়ের ফুটবল আনন্দ দেবে দেশের ফুটবলপ্রেমীদের। গ্যালারিতে জয়ধ্বনি উঠবে আদরের মেয়েটার নামে। বরজ বাঁশির সেই স্বপ্ন পূরণ হয়েছে। শুধু দেশ নয়, তাঁর আদরের মেয়েটাকে এখন চেনে গোটা দক্ষিণ এশিয়াই। উপমহাদেশের অন্যতম সেরা নারী ফুটবলার তাঁর মেয়ে।…