বাংলাদেশ বেতার | ছবি: ফেসবুক নিজস্ব প্রতিবেদক: উর্দু সার্ভিসের সম্প্রচার আবার চালু করতে পর্যালোচনা সভা করেছে বাংলাদেশ বেতার। সরকারি এ বেতার মাধ্যমের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে এ সেবা চালুর বিষয়ে আলোচনা করতে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন বেতারের এক কর্মকর্তা। বাংলাদেশ বেতারের ওয়েবসাইটেও এদিন বেলা ১১টায় এ সভা ডাকার নোটিস প্রকাশ করা হয়েছিল। নোটিসটি ওয়েবসাইটে দেওয়া হয় আগের দিন বুধবার। সভায় কী সিদ্ধান্ত হয়েছে? জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন করা হলে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন বলেন, 'এ ব্যাপারে এখনও কোনো …