ঈদ উপলক্ষে পছন্দের পোশাক দেখছেন ক্রেতারা। ধানমন্ডির ২৭ নম্বরে নবরূপার শোরুমে | ছবি: পদ্মা ট্রিবিউন নিজস্ব প্রতিবেদক: মৌসুমী ইসলাম অপেক্ষা করছিলেন ঈদের বাজারে ভিড় কমার জন্য। তাই রোজার একদম শেষ দিকে এসে গতকাল শনিবার দুপুরে কেনাকাটার জন্য বের হন তিনি। সুতির মধ্যে হালকা কিছু কাজের পোশাকই তিনি সব সময় পরেন। এবারও তার ব্যতিক্রম হবে না। বেসরকারি চাকুরে মৌসুমী থাকেন মোহাম্মদপুরে। গতকাল দুপুরে তিনি পোশাকের ব্র্যান্ড নবরূপার মিরপুর রোডের শাখায় যান। স্বজনদের জন্য শাড়ি কেনা শেষ হলে তিনি হালকা সবুজ ও সাদা রঙের একটি সালোয়ার–কামিজ কেনেন নিজের জন্য। তবে মেয়…
ফাবিহা ফাইজা হক: ঈদের আনন্দ ছোটদেরই সব থেকে বেশি। তবে আরেক দল ‘ছোট’ আছেন, বিশেষ এই দিনে কিছু পেলে বাইরে যাঁরা কপট রাগ দেখান, কিন্তু ভেতরে ভেতরে শিশুর মতোই খুশি হয়ে ওঠেন। তাঁরা হলেন বাড়ির মুরব্বি, কখনো সেটা মা–বাবা, কখনো দাদা–দাদির মতো গুরুজন। তাই বাড়ির এই বয়স্ক মানুষগুলোকে ভুলে গেলে চলবে না মা–বাবার জন্য মিলিয়ে পোশাক এনেছে অনেক ফ্যাশন হাউস। মডেল: মাসুম বাশার ও মিলি বাশার | ছবি: পদ্মা ট্রিবিউন উপহার পেয়ে মুখ গম্ভীর করে তাঁরা হয়তো বলবেন, ‘অ্যাত টাকা খরচ করে কেন এটা কিনতে গেলে!’ তবে সেই মুখ কিন্তু অন্তরের খুশিটাকে চাপা দিতে পারবে না। ফ্যাশ…