আর্সেনালের অনুশীলনে কোচ মিকেল আরতেতা (ডানে) ও উইঙ্গার বুকায়ো সাকা | আর্সেনাল এফসি ওয়েবসাইট খেলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই মৌসুমে আর্সেনালকে শিরোপার খুব কাছ থেকে খালি হাতে ফিরতে হয়েছে। ২০২৪–২৫ মৌসুমটা অবশ্য ভালোভাবেই শুরু করেছে তারা। ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গতকাল নিজেদের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটনকে ২–০ গোলে হারিয়েছে আর্সেনাল। দুটি গোলেই অবদান রাখা বুকায়ো সাকাকে প্রশংসায় ভাসাতে গিয়ে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন গানারদের কোচ মিকেল আরতেতা। কাল ম্যাচের ২৫ মিনিটে সাকার নিখুঁত ক্রস থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন …
পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল | ছবি: এএফপি খেলা ডেস্ক: শেষবার আর্সেনাল লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর আর ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দেখা পায়নি। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল পাঁচে। তার আগের দুই মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় আটে থেকে। তবে এবার আর্সেনালের পারফরম্যান্স দিচ্ছে ভাগ্যবদলের ইঙ্গিত। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মিকেল আরতেতার দল। তবে এবারের মৌসুমটা আর পাঁচটা মৌসুমের মতো নয়। মৌসুমের মাঝপথে হতে যাচ্ছে বিশ্বকাপ, যার বড় একটা প্রভাব পড়বে লিগগ…