বাণিজ্য ডেস্ক: বাংলাদেশে যেসব পণ্য বা সেবা ভারত রপ্তানি করে, তাতে বিদ্যুতের অংশীদারত্ব বাড়ছে। গত ২০২৩-২৪ অর্থবছরে ভারত থেকে ১০০ কোটি ডলারের বেশি মূল্যের বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। এই বিদ্যুতের বেশির ভাগই রপ্তানি করেছে আদানি গোষ্ঠী, যাদের একটি কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই বাংলাদেশে বিক্রি করার কথা ছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে ভারত ১ হাজার ১০০ কোটি ডলার মূল্যের পণ্য বা সেবা বাংলাদেশে রপ্তানি করেছিল। এ ক্ষেত্রে বিদ্যুতের অংশীদারত্ব ছিল ৯ দশমিক ৩ শতাংশ। ২ বছর আগে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি …