বগুড়া সদরের মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখা কার্যালয় | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি বগুড়া: বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার টাকা চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল, নগদ ১০ লাখ ৮৬ হাজার টাকাসহ চারজনকে সোমবার রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার সদর উপজেলার বড় টেংরা গ্রামের মো. জাহিদুল ইসলাম (২৯), সোনাতলা…
বিজ্ঞপ্তি : বগুড়া শহরের মাটিডালি এলাকায় ১৩ জুন আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে বক্তব্য দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের সম্মানিত গ্রাহক ও সংশ্লিষ্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১৩ জুন রাত আনুমানিক ২টার দিকে কতিপয় দুর্বৃত্ত আইএফআইসি ব্যাংকের বগুড়ার বিমান মোড় উপশাখার কলাপসিবল গেট ও আয়রন সেফ ভেঙে ২৯ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক কর্তৃপক্ষকে সার্বক্ষণিক সহযোগিতা দেওয়ার পাশাপাশি দোষীদের …
সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদরের মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখা কার্যালয়ের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি বগুড়া: বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতের কোনো এক সময় শহরের মাটিডালি এলাকায় অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলায় মাটিডালি উপশাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার মাটিডালি উপশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ফাহমিদা ফিরোজ বলেন, গতকাল সারা দিনের লেনদেন কার্যক্রম শেষে বিকেলে ২৯ ল…