ফসলি জমিতে নির্মাণ করা হচ্ছে ইটভাটা। সম্প্রতি নওগাঁর মান্দা উপজেলার তালপাতিলা-শিবনগর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা শিবনগর এলাকায় অনুমোদন ছাড়াই একটি ইটভাটা নির্মাণের তোড়জোড় চলছে। এর চারপাশে ফসলি জমি রয়েছে। এ ছাড়া নিমার্ণাধীন ইটভাটা থেকে আধা কিলোমিটার দূরেই জনবসতি। ইটভাটাটি চালু হলে পরিবেশদূষণের পাশাপাশি আশপাশের জমির ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি উপজেলার তালপাতিলা শিবনগর এলাকায় গিয়ে দেখা যায়, তালপাতিলা শিবনগর এলাকার একটি মাঠে ‘এসইপি ব্রিকস’ নামের এক…