প্রতিনিধি জয়পুরহাট
![]() |
জয়পুরহাটে ভাগাড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া সয়াবিনবোঝাই ট্রাকের চালক ও সহকারী। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কালাই পৌর শহরের পূর্ব সরাইলে | ছবি: সংগৃহীত |
জয়পুরহাটে একটি ভাগাড় থেকে একটি ট্রাকের চালক ও চালকের সহকারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের দুজনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় কালাই পৌর শহরের পূর্ব সরাইল ময়লার ভাগাড় থেকে তাঁদের উদ্ধার করে কালাই থানা–পুলিশ।
ওই ট্রাকের চালকের নাম আবদুল মালেক (৪৫) ও তাঁর সহকারী নজরুল ইসলাম (৪৮)। তাঁরা দুজনেই রংপুর জেলার বাসিন্দা। দুর্বৃত্তরা তাঁদের অজ্ঞান করে ময়লার ভাগাড়ে ফেলে দিয়ে সয়াবিন তেলবোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌর শহরের পূর্ব সরাইল ময়লার ভাগাড়ের ভেতর দুজনকে কর্দমাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখানে তাঁদের মৃত ভেবে লোকজন জড়ো হন। এরপর ৯৯৯–এ কল করে ঘটনাটি জানানো হয়। কালাই থানা–পুলিশের কয়েকজন সদস্য এসে ময়লার ভাগাড় থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেন।
ট্রাকের চালক ও সহকারীর বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে চট্টগ্রাম থেকে এক ট্রাক সয়াবিন তেল নিয়ে রংপুরে যাচ্ছিলেন। বগুড়ার মহাস্থান সেতু এলাকার ১০ থেকে ১২ জনের একটি দল ট্রাকে ওঠে পড়ে। তাঁরা কেবিনে ঢুকে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। এরপর তাঁদের এখানে ফেলে দিয়ে সয়াবিনবোঝাই ট্রাক নিয়ে চলে যায়।
কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, সয়াবিন তেলবোঝাই ট্রাকের চালক ও সহকারীকে অজ্ঞান করে ময়লার ভাগাড়ে ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাতে ট্রাকটি চট্রগ্রাম থেকে রংপুরে যাচ্ছিল।