প্রতিনিধি পটুয়াখালী

মরদেহ | প্রতীকী ছবি

পটুয়াখালীর সদর উপজেলার ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এক যুবকের খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। গতকাল রোববার গভীর রাতে বসাকবাজার এলাকায় কোহিনুর রাইস মিলের সামনে সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী দুই সংবাদকর্মী জানান, তাঁরা পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করে পটুয়াখালী ফেরার পথে মরদেহটি দেখতে পান। মরদেহটি খণ্ডিত ও আংশিক বিবস্ত্র অবস্থায় ছিল। নিহত ব্যক্তির গায়ে সাদা ও গোলাপি রঙের পোশাকের কিছু অংশ দেখা গেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা।

ওসি আরও বলেন, স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে।