প্রতিনিধি পাবনা

জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। রোববার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার ঈশ্বরদীতে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- রাসেল হোসেনের স্ত্রী মনিরা খাতুন, শাহিন হোসেনের ছেলে সিয়াম হোসেন, মিনারুল ইসলামের ছেলে পারভেজ, নাছির মন্ডলের ছেলে রায়হান মন্ডল, সজিব হোসেনের স্ত্রী স্বর্ণা খাতুন, সাইদুল মন্ডলের মেয়ে তুবা খাতুন এবং মৃত মন্টু মন্ডলের ছেলে শাহিন মন্ডলসহ আরও কয়েকজন।

স্থানীয়রা জানান, সেলিম মন্ডল ও আলম মাঝি নামের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে একটি মামলার রায় সেলিম মন্ডলের পক্ষে যায়। রোববার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সেলিম মন্ডল জমিতে চাষ করতে যান। এ সময় আলম মাঝির লোকজন বাধা দিলে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে মনিরা খাতুন, স্বর্ণা খাতুন, রায়হান মন্ডলসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাদাপুর গ্রামের তরুণ আনোয়ার হোসেন বলেন, 'অনেক দিন ধরেই এ নিয়ে উত্তেজনা চলছিল। আজ তা সংঘর্ষে গড়ালো। আমরা চাই গ্রাম শান্ত থাকুক।'

প্রবীণ বাসিন্দা আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, 'ভাগাভাগির মতো বিষয় নিয়ে এভাবে মারামারি করা খুব দুঃখজনক।'

এই ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'