প্রতিনিধি চট্টগ্রাম

নিহত নাবিক মো. মোস্তফা কামাল | ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার সকালে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) বরাবর সমুদ্র এলাকা থেকে লাশটি উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড। নিহত ব্যক্তির নাম মো. মোস্তফা কামাল বলে জানিয়েছে নৌ পুলিশ। তিনি একটি তেলবাহী জাহাজের চালক ছিলেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। পরে সেটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌ পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, মো. মোস্তফা কামাল ৪ বছর ধরে এমটি মার্কেন্টাইল ট্যাংকারের ইনচার্জ ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার বেলা ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া এলাকায় মেঘনা নদীতে নিখোঁজ হন। এর আগে গত বৃহস্পতিবার রাতে ট্যাংকারটি চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে রওনা হয়। সকালে হাতিয়ায় পৌঁছে জাহাজের মাস্টার ও অন্যরা খোঁজাখুঁজি করে মোস্তফা কামালকে পাননি। এরপর তাঁর নিখোঁজের বিষয়টি জানা যায়।

এ ঘটনায় হাতিয়া থানায় দুটি সাধারণ ডায়েরি হয়েছে। একটি করেছেন নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা, অন্যটি জাহাজের মাস্টার মো. রমজান মাহমুদ। জাহাজের মাস্টার মো. রমজান মাহমুদের করা ডায়েরিতে মোস্তফা কামাল নিখোঁজ হওয়ার কথা বলা হয়েছে। তবে মোস্তফা কামালের ভাতিজা আফছারুল ইসলামের করা ডায়েরিতে ঘটনাটিকে ‘গুম’(হত্যার পর) বলে দাবি করা হয়।

মো. রমজান মাহমুদ তাঁর দায়ের করা ডায়েরিতে উল্লেখ করেছেন, ২৪ এপ্রিল দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম এলজি-৪ ঘাট থেকে খুলনার উদ্দেশে রওনা দেয়। হাতিয়ার কাজীর বাজার বরাবর পূর্ব পাশে মেঘনা নদীতে এলে জাহাজে থাকা মোস্তফা কামালকে পাওয়া যায়নি। তাঁর কক্ষেও ছিলেন না তিনি। পরে মাস্টার রমজান ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

অন্যদিকে মোস্তফা কামালের ভাতিজা আফছারুল ইসলামের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, ড্রাইভার নিখোঁজ হলেও জাহাজের মাস্টার তৎক্ষণাৎ ভিএইচএফে (রেডিও) ঘোষণা করেননি যে তাঁর জাহাজের চিফ ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিংবা এই ব্যাপারে অন্য কোনো জাহাজের সহযোগিতাও চাননি। সাধারণ ডায়েরিতে মো. মোস্তফা কামালকে গুম করা হয়েছে বলে দাবি করেন তিনি।

পরিবারের বরাত দিয়ে বাংলাদেশ লাইটারেজ ইউনিয়নের সহসভাপতি মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, ‘২৫ এপ্রিল এমটি মার্কেন্টাইল ট্যাংকার চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে রওনা হয়। পরদিন ১১টায় হাতিয়ায় পৌঁছানোর পর ট্যাংকারটির মাস্টার মোস্তফা কামালের নিখোঁজ হওয়ার খবর জানান। বিষয়টি খুনের ঘটনা বলে আমাদের সন্দেহ। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।’