প্রতিনিধি দিনাজপুর

দিনাজপুরে গুদামে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫ হাজার কেজি চাল জব্দ। গতকাল শনিবার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন   

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় একটি চালকলের গুদাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় পাঁচ হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের পাশে আসাদুজ্জামান ওরফে আসাদের চালকলের গুদামে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান আলী, থানা-পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চালকলের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০ কেজি ওজনের ১৮০টি ভর্তি বস্তা ও ১০৪টি খালি বস্তা জব্দ করা হয়। অভিযানকালে চালকলের মালিক, তত্ত্বাবধায়ক বা পরিবারের কাউকে পাওয়া যায়নি। জব্দ করা চাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান আলী বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি সুবিধাভোগীদের হাতে চাল দেওয়া হয়। বিতরণের পর গুদামে চাল পাওয়া দুঃখজনক। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু বলেন, খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল ব্যক্তিমালিকানাধীন গুদামে মজুত বেআইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও অমিত রায় বলেন, ইউনিয়ন পরিষদ থেকে বিতরণের পর চালকলের গুদামে চাল মজুত করা বেআইনি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।