রয়টার্স ও বিবিসি

পোপ ফ্রান্সিসের মরদেহের কফিন রাখা হয়েছে সেন্ট পিটার্স চত্বরে। ভ্যাটিকান সিটি, ২৬ এপ্রিল ২০২৫ | ছবি: রয়টার্স

জীবদ্দশায় ভ্যাটিক্যান সিটির প্রথার বাইরে অনেক কাজ করেছেন পোপ ফ্রান্সিস। নিজের সমাধির বিষয়েও প্রথাবিরোধী রয়ে গেলেন আলোচিত এই পোপ। তাঁর ইচ্ছা অনুযায়ী, ১০০ বছরের বেশি সময় পর ভ্যাটিকানের বাইরে কোনো পোপকে সমাহিত করা হলো। গতকাল শনিবার ইতালির রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় শেষশয্যা হলো তাঁর। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরাসহ প্রায় চার লাখ মানুষ অংশ নিয়েছেন।

গতকাল রোমের স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় বেলা দুইটা) দিকে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে ফ্রান্সিসের কফিন আনা হয়। এর মধ্য দিয়ে পোপের বিদায়ের ৯ দিনের শোককাল শুরু হলো, যা ‘নভেমডায়েলস’ নামে পরিচিত। বাকি ৮ দিন সকালে ফ্রান্সিসের স্মরণে একটি করে সভা অনুষ্ঠিত হবে।

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৫০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। তিনি গত শুক্রবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গিয়ে প্রয়াত পোপের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে ট্রাম্পসহ বিদেশি অতিথিদের অনেকে গতকালই রোম ত্যাগ করেছেন।

পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান। পরদিন একটি উন্মুক্ত কফিনে পোপের মরদেহ ভ্যাটিকান সিটির কাসা সান্তা মার্তার চ্যাপেলে রাখা হয়। বুধবার সকাল ৯টায় পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় নেওয়া হয়। গতকাল সিটির সেন্ট পিটার্স চত্বরে নেওয়ার আগপর্যন্ত তাঁর মরদেহ সেখানে ছিল।

অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য গতকাল ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে আনা হচ্ছে পোপ ফ্রান্সিসের মরদেহের কফিন। তখন দাঁড়িয়ে শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং তাঁর স্ত্রী ব্রিজিট মাখোঁসহ অন্য অতিথিরা | ছবি: রয়টার্স

‘গরিবের বন্ধু’ হিসেবে পরিচিত এই পোপকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সড়ক, চত্বরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। ভ্যাটিকানে গত কয়েক দিনে প্রায় আড়াই লাখ মানুষ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল শুধু পিটার্স চত্বরেই শ্রদ্ধা জানিয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোমের অভ্যন্তরে অবস্থিত একটি নগররাষ্ট্র।

ইতালির কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘পোপ ফ্রান্সিস মানবিক উষ্ণতায় সমৃদ্ধ এবং বর্তমান বিশ্বের চ্যালেঞ্জের প্রতি গভীরভাবে সংবেদনশীল ছিলেন। এই সময়ের উদ্বেগ, কষ্ট এবং আশা তিনি ভাগাভাগি করে নিয়েছিলেন।’

ভ্যাটিকান সিটিতে ফ্রান্সিসকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন রোমে বসবাসরত ফিলিপাইনের অভিবাসী ডায়ান কার্লা আবানো। ২০১৮ সালের মে মাসে সেন্ট পিটার্স চত্বরের এক অনুষ্ঠানে তাঁর দুই ছোট মেয়ের কপালে চুম্বন করেছিলেন ফ্রান্সিস। সেই ঘটনা তাঁর হৃদয়কে স্পর্শ করেছিল জানিয়ে আবানো বলেন, ‘যে মুহূর্তে আমি পোপের কাছে পৌঁছাই এবং তাঁকে হাসতে দেখি, কেন জানি সেই মুহূর্তে আমার সব ব্যথা আনন্দ ও আশায় রূপান্তরিত হয়েছিল।’

ভ্যাটিকানের সেন্ট পিটার্স চত্বর থেকে গতকাল স্থানীয় সময় বেলা একটার দিকে ফ্রান্সিসের মরদেহ রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় নেওয়া হয়। পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান পরিচালনা করেন কার্ডিনাল চেম্বারলেইন কেভিন জোসেফ ফ্যারেল। স্থানীয় সময় বেলা দুইটার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) তাঁকে সমাহিত করা হয়।

ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে রোমের রাস্তাঘাটও কানায় কানায় ভরে গিয়েছিল। যে রাস্তা ধরে পোপের মরদেহের কফিন বহনকারী গাড়ি ভ্যাটিকান থেকে রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় যায়, তার দুই পাশের বাসা এবং শপিংমলে মানুষের উপচে পড়া ভিড় ছিল। রোমে ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে প্রায় দেড় লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিলেন।

সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় ফ্রান্সিসের কফিন ঢোকানোর পর সদর দরজা বন্ধ করে দেওয়া হয়। প্রথা অনুযায়ী, অল্প সময়ে গোপনে তাঁকে সমাহিত করার আনুষ্ঠানিকতা শেষ করা হয়। এই অনুষ্ঠান টেলিভিশনে সম্প্রচার করা হয়নি। গির্জার চারপাশে বিপুলসংখ্যক শোকার্ত মানুষ দেখা গেছে। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রোববার সকাল থেকে সাধারণ মানুষের জন্য পোপের সমাধি উন্মুক্ত করে দেওয়া হবে।

পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে রোমের রাস্তায় নেমে এসেছিলেন প্রায় দেড় লাখ মানুষ | ছবি: রয়টার্স

পোপদের সাধারণত ভ্যাটিকানেই সমাহিত করা হয়। কিন্তু ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী, তাঁর শেষ ঠিকানা হলো রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায়। এর আগে সর্বশেষ লিও ত্রয়োদশকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়েছিল। তাঁর মৃত্যু হয় ১৯০৩ সালে।

ফ্রান্সিস নিজের সমাধি সাদামাটা করতে বলেছিলেন। প্রয়াত পোপের ইচ্ছা অনুযায়ী তাঁর সমাধি সাদামাটা রাখা হয়েছে। তাঁর সমাধিফলকে শুধু ‘ফ্রান্সিসকাস’ শব্দটি লেখা হয়েছে। ফ্রান্সিসকে লাতিন ভাষায় ফ্রান্সিসকাস বলা হয়।

ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট ‘দ্য হোলি সি’র তথ্যমতে, পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও। জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর, আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। বাবা মারিও আর মা রেগিনা সিভোরি। ফ্রান্সিসের মা-বাবা ফ্যাসিবাদের অত্যাচার থেকে রক্ষা পেতে ইতালি ছেড়ে আর্জেন্টিনায় এসেছিলেন। বাবা মারিও ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স চত্বরে শুধু শনিবার প্রায় ৫০ হাজার মানুষ শ্রদ্ধা জানিয়েছেন | ছবি: রয়টার্স

২০১৩ সালে পোপের দায়িত্ব গ্রহণের আগে ফ্রান্সিস নিজ দেশ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের আর্চবিশপের দায়িত্ব পালন করেন। গতকাল বুয়েনস এইরেসের ক্যাথেড্রালের সামনে এক খোলা আকাশের নিচে প্রার্থনার আয়োজন করা হয়। বিশাল বিশাল ডিজিটাল পর্দায় পোপ ফ্রান্সিসের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়। শহরটির প্লাজা ডি মায়োতে নানা বয়সের হাজারো মানুষ ভিড় জমান। এসব মানুষ নানা সময়ে ফ্রান্সিসের কাছ থেকে আশার বাণী পেয়েছিলেন।

২৬ বছর বয়সী ড্যানিয়েলা ওয়েন্সেসলাও বলেন, ‘আমাদের মতো অনেক তরুণ যারা গির্জা থেকে দূরে ছিলাম, ফ্রান্সিসের কাজ আমাদের গির্জার কাছে নিয়ে এসেছে। আজ ফ্রান্সিস আমাদের দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমরা তাঁর নামে এই ছোট্ট শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই।’

পোপের জন্য প্রার্থনা হয় পূর্ব তিমুর, ফিলিপাইনসহ বিশ্বের অনেক দেশে।

কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও। পরবর্তী সময়ে তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন। ১৯৬৯ সালে ধর্মযাজক হন। ১৯৯৮ সালে আর্জেন্টিনায় আর্চবিশপ হন তিনি।

বয়স ও শারীরিক অসুস্থতার কারণে ২০১৩ সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি।

১২ বছরের পোপের জীবনে ক্যাথলিক গির্জার বেশ কিছু উদারনীতি ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস চিরস্মরণীয় হয়ে থাকবেন। ক্যাথলিক খ্রিষ্টান, নন-ক্যাথলিক খ্রিষ্টান ও অন্য ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং কানাডার আদিবাসীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে তিনি আলোচনার জন্ম দিয়েছিলেন। সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতি দিয়েছিলেন পোপ ফ্রান্সিস।

নতুন পোপ নির্বাচনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ৮০ বছরের কম বয়সী কার্ডিনালরা শিগগিরই ভ্যাটিকানে যাবেন। তবে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সাধারণত পোপের মৃত্যুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে উত্তরসূরি নির্বাচন করা হয়। সেই হিসাবে ৬ মের মধ্যে নতুন পোপের ঘোষণা আসতে পারে। নতুন পোপ নির্বাচনের জন্য কার্ডিনালরা প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলে ভোটাভুটিতে অংশ নেবেন।