প্রতিনিধি নাটোর
নাটোরে দুই হাতের কবজি কেটে ফেলার পর ইস্রাফিল হোসেনকে বৃহস্পতিবার সকালে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
নাটোরের নলডাঙ্গা উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ করার জেরে ছোট ভাইয়ের দুই হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মেজ ভাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার খাজুরা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণের নাম ইস্রাফিল হোসেন (২২)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকঘোরপাঠিয়া গ্রামে হলেও নাটোরে টাইলস মিস্ত্রির কাজ করতেন। তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর বড় ভাই ইব্রাহিম হোসেন বলেন, তাঁদের আদি বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তাঁরা তিন ভাই। তিনি দীর্ঘদিন ধরে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামে বসবাস করেন। মেজ ভাই ইসমাইল হোসেন নলডাঙ্গার খাজুরা গ্রামে বসবাস করেন। ছোট ভাই ইস্রাফিল হোসেন আদি বাড়িতে বসবাস করলেও নাটোরে টাইলসের কাজ করেন। সম্প্রতি ইস্রাফিল মেজ ভাইয়ের স্ত্রীর কিছু অশ্লীল ভিডিও করেন। ঘটনাটি জানাজানির পর আজ সকালে মেজ ভাই তাঁকে তাঁর বাড়িতে যেতে বলেন। সকালে ইস্রাফিল তাঁর বাড়িতে গেলে মেজ ভাই ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার দুই হাতের কবজি কেটে দেন। খবর পেয়ে তিনি গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার বলেন, রোগীর (ইস্রাফিল) দুই হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে বলে মনে হয়েছে। সকাল সাতটার দিকে রোগীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়, সে সময় তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক বলেন, ঘটনাটির অনুসন্ধান শুরু হয়েছে। পুলিশ মাঠে আছে। পরে বিস্তারিত জানানো যাবে। মামলা হয়নি। স্বজনেরা চিকিৎসার জন্য রাজশাহীতে অবস্থান করছেন। তাঁরা ফিরে এসে মামলা করবেন।