প্রতিনিধি নাটোর
![]() |
হাতকড়া | প্রতীকী ছবি |
নাটোরের সিংড়ায় মাছ ব্যবসায়ীকে মারধর করে প্রায় ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সেনাবাহিনী মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করে সিংড়া থানায় হস্তান্তর করে। বুধবার তাঁদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দি গ্রামের মৃত পরশ উল্লার ছেলে আবদুর করিম (৪৮), তাঁর দুই সহযোগী আলমগীর হোসেন (৩৮) ও রুবেল হোসেন (৩৬)। তাঁরা স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
সিংড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, ১৮ মার্চ উপজেলার কলম বাজারে হিজলী গ্রামের নাইচ হোসেন নামের এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে তাঁর কাছে থাকা ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন ওই ব্যবসায়ীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত মাছ ব্যবসায়ীর ছেলে মিঠু আলী বাদী হয়ে সিংড়া থানায় মামলা করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। সিংড়া থানার পুলিশ আজ দুপুরে তাঁদের সিংড়া আমলি আদালতে হাজির করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিএনপিতে কোনো পদপদবি নেই। বিএনপির নাম ভাঙিয়ে চলেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ শোনা যায়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এক মাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাঁরা এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মারামারির বিভিন্ন মামলা রয়েছে।