প্রতিনিধি রাজশাহী

মৃত্যুদণ্ড | প্রতীকী ছবি

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও বোনকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর অতিরিক্ত মহানগর জজ আদালত-১-এর বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৫২)। তিনি রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা। ২০১৫ সালের ৬ এপ্রিল জমি নিয়ে বিরোধের জেরে তরিকুল তাঁর ভাই সাদেকুল ইসলাম ও বোন আক্তারা জাহানকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় আরও চারজনকে কুপিয়ে আহত করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনার পর নিহত সাদেকুল ইসলামের ছেলে ইউসুফ আলী থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ শামীম আহমেদ। আসামির পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত না থাকায় রাষ্ট্র তাঁর পক্ষে মাহমুদুর রহমান নামের একজন আইনজীবী নিয়োগ করে।

রায়ের বিষয়ে মাহমুদুর রহমান বলেন, আসামি খুন করেছেন, এটা সত্যি। তবে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন আসামির যেভাবে বিচার হওয়া উচিত ছিল, সেভাবে হয়নি। অন্য আসামির মতোই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।