নিজস্ব প্রতিবেদক ঢাকা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আবেদন করার সুযোগ দিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার আবেদন জমা দেওয়ার শেষ দিনে দুই মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত ৭টি দল নিবন্ধনের জন্য আর ২০টি দল নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন বিধি অনুযায়ী, এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।
রোববার বিকেল ৫টার পর সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
নিবন্ধনের আবেদন ও সময় বাড়ানোর দাবি নিয়ে অন্তত তিন ডজন আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন করে চিঠি দেওয়া হয়।