নিজস্ব প্রতিবেদক ঢাকা

দিনদুপুরে ঢাকার রাস্তায় এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নেওয়া হয় | ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় এক তরুণকে জোর করে প্রাইভেট কারে তুলে নেওয়ার ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে তারা ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজ জোগাড় করেছে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শামীম আহমেদ বলেন, উত্তরার বিএনএস সেন্টারের বিপরীত পাশের সড়কে এক তরুণকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে। বিষয়টি তাঁদের নজরে এসেছে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। কে বা কারা ওই তরুণকে তুলে নিয়ে গেছে, তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরা থেকে জোর করে তরুণকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক এক শিক্ষার্থী। ভিডিওতে দেখা যায়, মাস্ক করা যুবককে জোর করে প্রাইভেট কারে তোলে তিনজন। পরে গাড়িটি বিমানবন্দরের দিকে দ্রুত চলে যায়।