প্রতিনিধি পুঠিয়া

রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরোনো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টিসিবির বেশ কিছু পণ্য। বৃহস্পতিবার রাতে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরোনো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিসিবির বেশ কিছু পণ্য পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত একটার দিকে পৌর সদরের পুরোনো পৌরসভা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রাত একটার দিকে পুরোনো পৌরভবন কক্ষে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এর আগেই সেখানে থাকা টিসিবির তেল, মসুরের ডাল ও চাল আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

রাজশাহীর পুঠিয়া পৌরসভার পুরোনো ভবনে আগুন লাগে | ছবি: পদ্মা ট্রিবিউন

পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সরোয়ার হোসেন জানান, তাঁদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কক্ষের যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে একটি ইলেকট্রিক বোর্ড ছিল। আগুনে এক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার খবর পেয়ে পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌরসভার প্রশাসক দেবাশীষ বসাক, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেবাশীষ বসাক বলেন, পৌরসভার পুরোনো ভবনে দুটি কক্ষে দুজন ডিলার টিসিবির পণ্য রেখেছিলেন। প্রতিটিতে ৯০০টি করে মোট ১ হাজার ৮০০টি প্যাকেজের পণ্য ছিল। গতকাল বৃহস্পতিবার ও আগের দিন বুধবার বেশির ভাগ পণ্য বিক্রি হয়েছে। এসব কক্ষের মধ্যে মাত্র একটিতে আগুন লেগেছে। সেই হিসাবে খুব বেশি ক্ষতি হয়নি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।