প্রতিনিধি খুলনা

চাঁদাবাজি | প্রতীকী ছবি

খুলনা নগরে একটি বাড়িতে ঢুকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের সোনাডাঙ্গা থানার বয়রার আজিজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে আজ শুক্রবার সকালে সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন বাড়িটির বাসিন্দা ইফতেয়ার উদ্দিন।

ওই মামলায় ওই চার শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন খুলনা সদর থানার বাগমার এলাকার মাসুদ রানা, মিস্ত্রিপাড়া এলাকার ফয়সাল মাহমুদ, টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার সালাউদ্দিন ও শেরেবাংলা আমতলা এলাকার রিফাত পারভেজ। তাঁরা সবাই খুলনার বিভিন্ন কলেজে পড়াশোনা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেন, ইফতেয়ার ওই বাড়িতে ভাড়ায় থেকে অনলাইনে জুয়ার ব্যবসা করেন, এমন অভিযোগ এনে ওই চারজন রাতে তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় দুই লাখ টাকা দাবি করে তাঁকে মারধরও করে ওই শিক্ষার্থীরা। চাঁদা না দেওয়ায় এক পর্যায়ে ঘর থেকে স্বর্ণালংকার লুট করা হয়। এ সময় ইফতেয়ারের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে চার শিক্ষার্থীকে আটক করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।