প্রতিনিধি বগুড়া
![]() |
বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামকে মারধর করে পুলিশে দিয়েছেন বিএনপির নেতা–কর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
বগুড়ায় শাজাহানপুরে যুবদল নেতা হত্যা মামলায় জামিনে থাকা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে ধাওয়া করে ধরে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরের দিকে শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম আরিফুল ইসলাম ওরফে কাজল। তিনি শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার পারতেখুর মধ্যপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম উপজেলার খরনা বাজারে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা তাঁকে ধাওয়া দেন। আত্মরক্ষার্থে আরিফুল ডোমনপুকুর গুচ্ছগ্রামে আশ্রয় নেন। বিএনপির নেতা-কর্মীরা সেখান থেকে তাঁকে ধরে মারধরের পর পুলিশে সোপর্দ করেন।
২০২৩ সালের ৩ ডিসেম্বর বিএনপির দলীয় কর্মসূচিতে যুবদল নেতা ফোরকান আলীকে হত্যার অভিযোগে গত ১ নভেম্বর বগুড়ার আদালতে মামলা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম বলেন, যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। তাঁর বিরুদ্ধে নতুন মামলা নেই। এখন জনতা যেহেতু তাঁকে আটক করে থানায় দিয়েছে, সে কারণে যেকোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে।