বিনোদন প্রতিবেদক ঢাকা

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পোষ্টার | ছবি: কাজল আরেফিন অমির ফেসবুক পেজ থেকে

তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর নতুন সিজন নিয়ে অবশেষে সুখবর দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। দীর্ঘ দুই বছর পর আবারও দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে নাটকটির পঞ্চম সিজন।

বৃহস্পতিবার বিকেলে নির্মাতা কাজল আরেফিন অমি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে নাটকটির পঞ্চম সিজনের একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- “দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট”।

প্রথম প্রচারিত হয়েছিল ২০১৮ সালে, তবে নাটকটির যাত্রা শুরু হয় ২০১৭ সালেই। একঝাঁক তরুণ চরিত্রকে ঘিরে গড়ে উঠা এই ধারাবাহিক খুব অল্প সময়েই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে নাটকের কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বোরহান, জাকির ও অন্তরার মতো চরিত্রগুলো হয়ে উঠেছিল দর্শকদের নিকটস্থ।

২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচারিত হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪-এর শেষ পর্ব। এরপর থেকেই দর্শকরা সিজন ৫–এর অপেক্ষায় ছিলেন। মাঝে একাধিকবার গুঞ্জন উঠলেও, এবার নির্মাতা অমি নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দর্শকদের সুখবর দেবেন তিনি।

নাটকটির নিয়মিত দর্শকরা জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধুই একটি নাটক নয়, এটি তরুণদের জীবনের হাসি-কান্না আর বাস্তবতার প্রতিচ্ছবি। প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে তাদের জীবনে মিশে গেছে।

এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল ও শিমুল প্রমুখ।