প্রতিনিধি সিরাজগঞ্জ
![]() |
প্রতীকী ছবি |
সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি ইংরেজি প্রথম পত্রের প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে 'আমাদের চৌহালী' নামের ফেসবুক গ্রুপে প্রশ্নপত্রটি প্রকাশ করা হলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
গ্রুপটির পরিচালক (অ্যাডমিন) মনিরুল ইসলাম জানান, 'সকাল ১০টা ২০ মিনিটে ‘সানজিদা’ নামের একজন ব্যক্তি ইংরেজি প্রশ্নপত্র গ্রুপে প্রকাশ করেন। পরে তিনি নিজেই সেই পোস্ট মুছে দেন।'
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, 'ফেসবুকে প্রশ্নফাঁসের বিষয়টি জানতে পেরেই উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর, গ্রুপ থেকে সেটি ১১টার দিকে সরিয়ে নেওয়া হয়।' তিনি আরও বলেন, 'অ্যাডমিনের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
চৌহালী থানার ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে এবং তথ্য-প্রযুক্তি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, 'এসএসসি ইংরেজি প্রথম পত্রের প্রশ্নফাঁসের খবর শুনে হতাশ হয়েছি। 'আমাদের চৌহালী' নামের ফেসবুক গ্রুপে প্রশ্নপত্রটি পোস্ট করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই ধরনের ঘটনা আমাদের পড়াশোনার প্রতি অবিচার এবং শিক্ষাব্যবস্থার ক্ষতি করে। আমরা আশা করি, কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়টি তদন্ত করবে এবং যারা এতে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।'
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের রাজশাহী বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি ফেসবুক গ্রুপে এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন প্রকাশ হওয়ার বিষয়টি আমাকে জানিয়েছেন। তবে এটি পরীক্ষার হল বা কেন্দ্র থেকে বা অন্য কোথা থেকে হয়েছে, কাদের পক্ষ থেকে হয়েছে বা তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে—এ সব বিষয় জানানো হয়নি। যদি পরীক্ষার হল বা কেন্দ্রের কেউ জড়িত থাকে, তাহলে বোর্ড ব্যবস্থা নেবে, নইলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। তবে এ ঘটনা পরীক্ষার ফলাফলে কোনো প্রভাব ফেলেনি।’