প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটে সড়ক অবরোধ করেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ দুপুর সাড়ে ১২টায় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রায় তিন ঘণ্টা পর সড়ক ছেড়েছেন চট্টগ্রামে ছয় দফা দাবিতে আন্দোলন করা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সড়ক ছেড়ে সরে যান তাঁরা। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে বাস, ট্রাক ও সিএনজি অটোরিকশাচালকদের বাগ্‌বিতণ্ডা হয়ে। এ সময় চালকেরা হর্ন বাজিয়ে হট্টগোল করেন। এরপর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। তাঁরা মিছিল নিয়ে কোতোয়ালি এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের দিকে যাচ্ছেন।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে ছয় দফা দাবিতে চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউ সড়কের ২ নম্বর গেট মোড় এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷ কর্মসূচির আওতায় চট্টগ্রামে সরকারি-বেসরকারির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

আজ বেলা ১১টায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতর ক্লাস–পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা ২ নম্বর গেট এলাকায় এসে অবস্থান নেন। এতে সিডিএ অ্যাভিনিউ সড়ক বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের সঙ্গে নানা বৈষম্যের কথা তুলে ধরে এর বিপক্ষে স্লোগান দিতে থাকেন। দুপুর পর্যন্ত সেখানে তিন শতাধিক শিক্ষার্থী ছিলেন।

দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, সিডিএ অ্যাভিনিউ সড়কের ২ নম্বর গেট মোড়ে বসে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সড়কে বাঁশ ফেলে ও দড়ি টাঙিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের একটি অংশ অদূরে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে ওপর অবস্থান নিয়েছেন। তাঁরা দাবি আদায়ে স্লোগান দিচ্ছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের আন্দোলনের সময় সিডিএ অ্যাভিনিউ সড়ক ও বায়েজীদ সড়ক কার্যত অচল হয়ে পড়ে। তাঁরা সড়কে বাঁশ ফেলে ও ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। বেলা দুইটার দিকে চালকদের কয়েকজন হর্ন বাজিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে হট্টগোল করেন। এর পর্যায়ে তাঁরা সড়কের বেরিক্যাড সরিয়ে ফেলেন। ছাত্রদের একটি পক্ষ তাদের বাঁধা দিতে গেলে সেখানে বাগ্‌বিতণ্ডা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কবির হোসেন নামে এক সিএনজি অটোরিকশা চালক বলেন, দুই ঘণ্টার বেশি সময় ধরে সড়কে বসে আছি। আমাদের তো গাড়ি চালিয়ে খেতে হয়। উনারা আন্দোলন করুক। কিন্তু এভাবে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে কেন। শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের যখন যেখানে বলার সেখানে দাবি তুলে ধরুক তাঁরা।

শিক্ষার্থীরা জানান, কয়েকজন বিক্ষুব্ধ চালক ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে আসে। পরে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। সে সময় চালকেরা শিক্ষার্থীর ওপর চড়াও হয়। পরে মিটমাট হয়ে গেছে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেয়।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আসিফ আহামদ বলেন, ‘শিক্ষার্থীরা মিছিল নিয়ে কোতোয়ালি এলাকায় ডিসি অফিসের দিকে যাচ্ছে। সেখানে আমাদের কর্মসূচি রয়েছে। ডিসি অফিসের সামনে আমরা অবস্থান নেব।’