প্রতিনিধি পাবনা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদী বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে 'মার্চ ফর গাজা' নামে এই কর্মসূচি পালিত হয়। 

বিক্ষোভ মিছিলটি শহরের ঈশ্বরদী গার্লস হাইস্কুল এণ্ড কলেজ মোড় থেকে শুরু হয়ে কাচারীপাড়া, কড়ইতলা, রেলগেট ও স্টেশন রোড প্রদক্ষিণ করে বাজারের ১ নম্বর গেটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দ। 

কর্মী সভায় বক্তব্যে দেন জাকারিয়া পিন্টু | ছবি: পদ্মা ট্রিবিউন

বিক্ষোভের আগে খায়রুজ্জামান বাবু ঈদগাহ সংলগ্ন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে একটি 'কর্মী সভা' হয়। সেখানে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘দলীয় নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি এবার প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগেও মনোনয়নের জন্য আবেদন করেছিলাম, তবে পাইনি। এবার প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি। দেশনায়ক তারেক রহমান যেটা সিদ্ধান্ত দেবেন, সেটিই আমি মেনে চলব।’

জাকারিয়া পিন্টু জানান, 'শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় ফরমায়েশি রায়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন তিনি। একাধিক মামলায় হয়রানির শিকার হয়েছেন। তারপরও দলের আদর্শে বিশ্বাস রেখে নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।'

তিনি আরও বলেন, 'বর্তমান দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোটাধিকার হরণে মানুষ অতিষ্ঠ। বিএনপির পক্ষ থেকে জনগণের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। আমি চেষ্টা করব, দলের নীতি ও নেতৃত্ব অনুসরণ করে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে।'

বিক্ষোভ কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন জাকারিয়া পিন্টু। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, হুমায়ুন কবীর দুলাল, আক্কাস আলী খান, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, আতাউর রহমান পাতা, আনোয়ার হোসেন জনি, আবদুর রাজ্জাক ফিরোজ, ইসলাম হোসেন জুয়েল, আজিজুর রহমান শাহীন, মো. নান্নু রহমান, টুটুল সরদার, জাহাঙ্গীর আলম, রুহুল আমীন বাবলু। 

এছাড়াও পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, সদস্য সচিব সাজেদুজ্জামান জিতু, যুবদল নেতা মাহামুদ হাসান সোনামনি, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহামুদুর রহমান জুয়েলসহ বিএনপির উপজেলা, পৌর এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর যেভাবে নৃশংস হামলা চালানো হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানান এবং ইসরায়েলের সব পণ্য বর্জনের আহ্বান জানান।