প্রতিনিধি শ্রীপুর
![]() |
গাজীপুরের তেলিপাড়া এলাকায় মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক শিশুর নিহতের ঘটনায় বাসে আগুন দেন জনতা। সোমবার রাত সাড়ে সাতটার তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এর জেরে বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় প্রায় ৪৫ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টায় গাজীপুরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুজন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার উত্তর পাশে তেলিপাড়া এলাকায় ঢাকা অভিমুখী চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীদের মধ্যে এক শিশু গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অটোরিকশার অপর দুই যাত্রী আহত হয়েছেন।
আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে।
চ্যাম্পিয়ন পরিবহনের ওই বাস আটক করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত লোকজন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ রাত ৯টায় মুঠোফোনে বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও দুজন আহত হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছে। কিছুক্ষণ সড়ক বন্ধ ছিল। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।