প্রতিনিধি সিলেট

সিলেটে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আকছার মিয়াকে রোববার রাতে অভিযান চালিয়ে আবার গ্রেপ্তার করেছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন

সিলেটের ওসমানীনগরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আকছার মিয়া (৫৫) উপজেলার বড় হাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় অন্তত সাতটি মামলা রয়েছে।

গতকাল রোববার রাত দেড়টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দি এলাকা থেকে আকছারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১ এপ্রিল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে উপজেলার ইসলামপুর এলাকায় আকছারের পরিবার এবং গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর ওসমানীনগর থানার পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আকছারকে গ্রেপ্তারে চেষ্টা চালায়। কিন্তু তাঁকে গ্রেপ্তার করতে না পারলেও ১ এপ্রিল রাতেই উপজেলার মুক্তারপুর হাওর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় ওসমানীনগর থানায় ২ এপ্রিল মামলা করা হয়। ওই মামলায় যৌথ বাহিনীর অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সম্রাট তালুকদার বলেন, গ্রেপ্তার আকছারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।