প্রতিনিধি ভৈরব
![]() |
গণপিটুনি | প্রতীকী ছবি |
কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া সওদাগরপাড়ার সোহেল মিয়ার (৩০) সঙ্গে প্রতিবেশী সাবিনা আক্তারের (২৫) বিয়ে হয়েছে ১০ বছর আগে। এই দম্পতির তিন সন্তান। কিছুদিন আগে সোহেলকে তালাক দেন সাবিনা। সন্তান রয়ে যায় বাবার কাছে। তিন বছর বয়সী রাইসা মায়ের কাছে যেতে অস্থির।
রাইসার জন্য স্ত্রীর খোঁজে বের হন সোহেল। ব্যাটারিচালিত অটোরিকশাযোগে রাইসাকে নিয়ে সোহেল একই জেলার কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় মায়ের জন্য কান্না করছিল রাইসা।
শিশুটির কান্না দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে অপহরণকারী ভেবে সোহেলকে বেঁধে বেধড়ক পেটান তাঁরা। এ সময় রাইসা আব্বা আব্বা বলে কান্না করলেও জনরোষ থেকে রক্ষা পাননি সোহেল। ‘এই ভাই, এই ভাই আমার কথা হুনুইন’ বলে বারবার ক্ষুব্ধ জনতার মনোযোগ আকর্ষণ করতে চান সোহেল। তাতেও শেষ রক্ষা হয়নি। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রমাণ হয় সোহেল অপহরণকারী নন। কোলে থাকা শিশুটি তাঁরই মেয়ে।
শিশুকন্যার সামনে বাবাকে পেটানোর ঘটনাটি ঘটে গতকাল রোববার বিকেলে কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের তাতারকান্দিতে। পুলিশ রাত ১০টার দিকে পরিবারের অন্য সদস্যদের কাছে সোহেলকে তুলে দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, খুবই দুঃখজনক, কষ্টদায়ক। কোনো বিষয়ে সন্দেহ হতেই পারে। সন্দেহ হলেই প্রমাণ ছাড়া বিচার শুরু করে দেওয়া বড় অন্যায়, বড় ভুল। সোহেলের ক্ষেত্রে তা–ই হয়েছে। রাতেই সোহেলের মা, ভাইসহ আরও অনেকে থানায় এসে দুজনকে নিয়ে যান। এ ব্যাপারে কুলিয়ারচর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মায়ের সঙ্গ বঞ্চিত রাইসাকে শান্ত রাখার জন্য সোহেল তাকে বেশি বেশি আদর করতেন। তাতেও কাজ হচ্ছিল না। এ কারণে রাইসাকে সঙ্গে নিয়েই সাবেক স্ত্রীর খোঁজে বের হয়েছিলেন সোহেল। ভৈরবে এক আত্মীয়ের বাড়িতে রাইসার মা থাকতে পারেন ভেবে কয়েক দিন আগে রাইসাকে নিয়ে সেখানে যান সোহেল; কিন্তু তাঁকে পাননি। গতকাল ভৈরব থেকে বাড়ি ফেরার সময় আগরপুর বাসস্ট্যান্ডে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়।
সোহেলের মা নিয়া শাহ বেগম থানায় এসে আহত সোহেলকে দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমি হুনছি নাতি আমার আব্বা আব্বা করছিল। আব্বার কাছে যাইতে চাইছিল।’ নিয়া শাহর প্রশ্ন, ‘তাতেও কি মানুষের বুদ্ধিতে কিছু ধরে নাই! নাতির কথা না হুইনা সবাই আমার পুতেরে মাইরা ফালাইতে চাইল?’
ঘটনার সময় উপস্থিত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথমত শিশুটি হাউমাউ করে কান্না করছিল। দ্বিতীয়ত শিশুটির বাবার চেহারা দেখে স্বাভাবিক মনে হয়নি। ধরার পর বিশ্বাস করার মতো করে কিছু বলতে পারেননি। শিশুটিও তখন কেবল কান্না করছিল। সব মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। এরই মধ্যে লোকজন ভিডিও করে এবং শিশুর অপহরণকারী ধরা শিরোনাম দিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করতে থাকে। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন সচেতন কয়েকজন পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাঁরা স্বীকার করেন, বাবাকে মারতে দেখে শিশুটির কান্না করে আব্বা আব্বা বলছিল। তখন বোঝা উচিত ছিল।
মুক্ত হওয়ার পর সোহেল বলেন, ‘তাঁরা (ক্ষুব্ধ জনতা) আমার কোনো কথাই হুনে নাই। রাইসা আমার মাইয়া—এই কথাটা কওয়ার সুযোগ দেয় নাই। যে যেমনে পারছে মারছে আর ভিডিও করছে।’