চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির চারটি বগি  রোববার দুপুরে লাইনচ্যুত হয়। গাজীপুরের সালনা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুরে যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় পুনরায় ট্রেন চলাচল শুরু করে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হলো।

এর আগে গতকাল বেলা আড়াইটা থেকে গাজীপুরের সালনা এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত্য হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানা যায়, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। গতকাল বেলা আড়াইটার দিকে গাজীপুর ও মৌচাকের মাঝামাঝি সালনা এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতিরোধ করা হয়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এরপর রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) আসে। প্রকৌশলীরা একটানা কাজ করে প্রায় দেড় কিলোমিটার রেললাইন মেরামত করেন। ক্ষতিগ্রস্ত বগিগুলো জয়দেবপুর রেলওয়ে জংশনে নেওয়া হয়। রেললাইন মেরামতের পর রাত সাড়ে তিনটা নাগাদ ওই সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ট্রেনের বগি লাইচ্যুত হওয়ায় যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেললাইন মেরামত করে লাইন সচল করা হয়েছে।