নিজস্ব প্রতিবেদক

উদীচীর চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। ঢাকা, ১৩ এপ্রিল | ছবি: পদ্মা ট্রিবিউন

দ্বন্দ্ব ভুলে, ভ্রান্তি কাটিয়ে, শুভবার্তা আনার প্রত্যয় নিয়ে চৈত্রসংক্রান্তি উদ্‌যাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সত্যেন সেন চত্বরে চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে ও সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য বাউলশিল্পী সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাকা, ১৩ এপ্রিল | ছবি: পদ্মা ট্রিবিউন

আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ সময় উদীচীর কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও বিভিন্ন শাখা-সংসদের শিল্পীরা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন তৌহিদা স্বাধীন, সমীর সরকার, হীরক রাজা, জয়া সেনগুপ্তা, সরস্বতী সরকার, কল্পনা খান, অরুণিমা আহমেদ, অনুপম হালদার, রাইদা বিনতে ও সাইদুর রহমান।

এরপর পুঁথি পাঠ করেন তুষার চন্দন। আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা। দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন শিখা সেনগুপ্তা ও শুদ্ধস্বত্ত্ব দে। একক আবৃত্তি করেন সৈয়দা রত্না। এ ছাড়া লোকনৃত্য পরিবেশন করে শিশুশিল্পী রাইহা।