নিজস্ব প্রতিবেদক

শিশু বিভাগের সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। ঢাকা, ১৩ এপ্রিল | ছবি: পদ্মা ট্রিবিউন

পুরোনো বছরকে বিদায় জানাতে চৈত্রসংক্রান্তি পালন করেছে সংগীতশিক্ষার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করা হয়।

রাজধানীর রবীন্দ্রসরোবরে রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ইস্পাহানি চ্যানেল আই- সুরের ধারার বর্ষবরণ ১৪৩২’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১২ সাল থেকে এ আয়োজন ‘সুরের ধারা–চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ’ শিরোনামে আয়োজিত হয়ে আসছিল।

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধূরী বলেন, ‘বিগত যে বছরটা আমরা পেরিয়ে এলাম, সেটি নিয়ে আত্মজিজ্ঞাসার জায়গা থাকে। নিজেরা কী করেছি কতটুকু করেছি, কোথায় করেছি। এটি দেশের জন্য, দেশের মানুষের জন্য যে রকম গুরুত্বপূর্ণ, আগামী দিনে আমাদের সবার এই আত্মজিজ্ঞাসা করা দরকার যে আমরা দেশের জন্য কাজ করতে পারব কি না। আত্মবিশ্বাসের জায়গা থেকে আমি মনে করি, আমরা পারব।’

‘সুরের ধারা’র চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ঢাকা, ১৩ এপ্রিল | ছবি: পদ্মা ট্রিবিউন

স্বাগত বক্তব্যে সংগীত গবেষক শফি আহমেদ বলেন, ‘চৈত্রসংক্রান্তি আমাদের আজকের অনুষ্ঠান। যে অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক পরিচয় এবং সত্যিকার বাঙালি হওয়ার চেতনা দেয়। আমরা সবাই মিলে যেন এ দেশের মানুষ বাঙালি হিসেবে নিজেদের গর্ববোধ করতে পারি এবং স্বদেশের বাইরে আমরা আমাদের প্রতিষ্ঠিত করতে পারি।’ তিনি বলেন, এবার একটি নতুন মাত্রা হচ্ছে সরকার শুধু ঢাকায় নয়, সর্বত্র এ অনুষ্ঠানে (চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ) সহায়তা করেছে।

এ আয়োজনে সুরের ধারার ভাইস চেয়ারম্যান স্বাতী সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বালন করা হয়। এরপর শিশু বিভাগের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এরপর সংগীত ও নৃত্য পরিবেশন করেন সুরের ধারার শিল্পীরা।